টুডে নিউজ সার্ভিস, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিবেক চেতনা উৎসব হিসেবে দিনটি পালিত হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে। বুধবার কেশিয়াড়ী ব্লক যুব কল্যান দপ্তর ও ব্লক প্রশাসনের উদ্যোগে কেশিয়াড়ী রবীন্দ্র ভবনে এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন হয়। পাশাপাশি এদিন কেশিয়াড়ী রবীন্দ্র ভবন থেকে এক শোভাযাত্রার বের করা হয়। বিবেকানন্দের ছবি সম্বলিত প্লাকার্ড হাতে শোভাযাত্রায় অংশগ্রহন করে ছাত্র-ছাত্রীরা। এদিনের এই অনুষ্ঠানে রবীন্দ্র ভবনে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন ও বিবেকানন্দের ছবিতে মাল্যদান করে এই দিনটির গুরুত্ব তুলে ধরেন।
এই বিশেষ দিনটি পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্য,গান, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় বহু পড়ুয়ারা। কোভিড পরিস্থিতিতে ছোট করেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক।
ঝাড়গ্রাম থেকে যমূনেশ্বরান্দজী মহারাজ অনলাইনে ভার্চুয়াল মাধ্যমে বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করেন। অতিমারি পরিস্থিতিতে বিবেকানন্দের চিন্তাকে জাগরিত করে রাখার ভাবনা নিয়েই এই উদ্যোগ বলে জানান বিধায়ক পরেশ মুর্মু। উপস্থিত ছিলেন বিধায়ক সহ কেশিয়াড়ী ব্লকের বিডিও বিপ্লব দত্ত, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনী মান্ডী, কেশিয়াড়ী ব্লক ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের আধিকারিক সোমনাথ ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক প্রদীপ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট অথিথিরা।
Social