পাপু লোহার, কাঁকসাঃ একশো দিনের বকেয়া অর্থ ও বাংলার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং দিনের পর দিন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে সারা রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হয় রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সকল ব্লক স্থরের তৃনমূল কর্মী সমর্থকরা। সোমবার সকালে কাঁকসার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি অশোক মুখার্জী ও আমলাজোরা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি মিহির মন্ডল-এর নেতেত্বে রাজবাঁধের কলেজ মোড় থেকে রাজবাঁধের স্টেশন পর্যন্ত প্রতিবাদ মিছিল। মিছিল শেষে রাজবাঁধ বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এদিন উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি অশোক মুখার্জী, আমলাজোরা অঞ্চলের প্রাক্তন সভাপতি মিহির মন্ডল, কাঁকসা ব্লকে হকার্স ইউনিয়নের সভাপতি শান্তনু আদত ও পঞ্চায়েত মেম্বার সুজয় প্রবী ছাড়াও উপস্থিত ছিল অঞ্চল ও ব্লকের অন্যান্য নেতৃত্ব ও তৃণমূল কর্মী সমর্থকরা। কাঁকসার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি অশোক মুখার্জী বলেন যেভাবে দিনের পর দিন কেন্দ্র সরকার মানুষ মারার রাজনীতি করছে তার কোনো ভাষা নেই, এত মূল্যবৃদ্ধি হলে গরীব মানুষ খাবে কি। তাছাড়া যেভাবে বাংলাকে কেন্দ্রীয় সরকার সব দিক থেকে বঞ্চিত করে চলেছে এবং রাজ্য সরকারের পাঁচ মাসের একশো দিনের কাজের টাকাও আটকে দিয়েছে, তা সাধারণ মানুষ দেখছে এর জবাব মানুষ দেবে ভোটের বাক্সে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে প্রতিবাদ মিছিল করা হলো কেন্দ্র সরকার যদি রাজ্যের একশো দিনের কাজের বকেও টাকা না দিলে আরও বৃহত্তর আন্দোলন করবো। অন্যদিকে, ওই দিন বিকালে গোপালপুর গ্রামের পশ্চিমপাড়ায় একটি প্রতিবাদ মিছিল ও সভা হয়। উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি অশোক মুখার্জী, আমলাজোরা অঞ্চলের প্রাক্তন সভাপতি মিহির মন্ডল, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গনেশ মন্ডল, কাঞ্চন লায়েক ও সুজয় প্রবী।
Social