প্রবীর মণ্ডল, বর্ধমানঃ ১০০ দিনের কাজের প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি নির্দেশ দেন ৫ ও ৬ জুন বুথে বুথে, ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানানোর। সেই মতো ১০০ দিনের কাজের বকেয়া টাকা সহ বিভিন্ন ইস্যুতে পথে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার বর্ধমান দু’ব্লকের ক্যামরী ময়দান হইতে ঘোরদৌরচটি মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করে তৃণমূল কর্মীরা।
এদিনের প্রতিবাদ মিছিলে প্রথম সারিতে ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌভিক পান, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বৈকুন্ঠপুর-১ অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান, বৈকুন্ঠপুর-২ গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান গোপাল বিশ্বাস, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্ণব দত্ত, খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল সহ আর অনেকে।
এদিনের এই মিছিলে বর্ধমান দু’ব্লকের বিভিন্ন বুথ থেকে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকরা পা মেলান এবং মিছিল শেষে ঘোরদৌরচটি মোড়ে এক পথসভার আয়োজনও করা হয়। এই পথসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিশীথ মালিক, বৈকুন্ঠপুর-১ উপপ্রধান জয়দেব ব্যানার্জি কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং অবিলম্বে ১০০ দিনের বকেয়া না পেলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে হুশিয়ারি দেন তারা।