অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বুধবার। ১৯৫৫ সালের ৫ জানুয়ারি দক্ষিণ কলকাতায় তাঁর জন্ম। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ও রাজ্যের ৮ম মুখ্যমন্ত্রী।
যদিও তাঁর সমর্থক ও অনুগামীদের কাছে তিনি ‘দিদি’ নামেই বেশি পরিচিত। এছাড়াও তাকে অগ্নিকন্যা বলা হয়। পূর্ব বর্ধমানের বাম এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কেক কেটে পালিত হল মুখ্যমন্ত্রীর ৬৭তম জন্মদিন। পাশাপাশি সকলকে কেক খাওয়ানো হয়।
বুধবার বিকালে এই বিশেষ দিনটি পালনে বাম মাদ্রাসায় থাকা ছোটদের হাতে শীতবস্ত্র, কেক সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন বৈকন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান সহ দলের কর্মী সমর্থকরা। এদিন শুধু মাদ্রাসা নয় গাংপুর স্টেশনেও অসহায় দুঃস্থ শীতার্থ মানুষদের হাতেও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
Social