অরুণাভ দত্ত, শিলিগুড়িঃ উত্তরবঙ্গ আদর্শ অ্যাকাডেমী হসপিটাল ট্রাস্টের পরিচালনায় শিলিগুড়ি দার্জিলিং মোড়ে চেতনায় বসবাসকারী কুষ্ঠ রোগীদের এবং তার পরিবারের শীতের বস্ত্র প্রদান করা হলো।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নগর থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য, সিকিম স্টেট স্বচ্ছ ভারত মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিমল লানি সানে প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।