টুডে নিউজ সার্ভিস, কালনাঃ মঙ্গলবার সকালে কাজ বন্ধ করে কালনা পৌরসভার অস্থায়ী কর্মীরা কালনা পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ। তাঁদের অভিযোগ বকেয়া বেতন তাঁরা ঠিক সময় মতো পাচ্ছে না এবং তাদের বেতন মাত্র দুশো টাকা। প্রতিদিন সেই বেতন দিয়ে তাঁরা চলতে পারছে না এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে। আর সেই কারণেই অবস্থান বিক্ষোভে সামিল হয় কালনা পৌরসভার অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি বেতন না দিলে অনির্দিষ্টকালের জন্য কাজ তাঁরা করবেন না।
এ বিষয়ে এদিন কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পোড়েল জানান, অস্থায়ী কর্মীদের মাইনে গুলি আমরা মূলত একশো দিনের কাজের যে টাকা সেই থেকে তাঁদের কে বেতন দিই। কিন্তু, কেন্দ্রীয় সরকারের কাছে যে বকেয়া টাকাটা রয়েছে সেই বকেয়া টাকা না মেলায় আমাদের অন্য ফান্ড থেকে সেটিকে ব্যবস্থা করে তাদের দিতে হচ্ছে। তাঁর জন্য একটি রেজুলেশন করার প্রয়োজন তাঁর জন্যই মাইনে দিতে বিলম্ব হচ্ছে। তবে এক-দু’দিনের মধ্যে তাদের টাকা দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন উপ পৌরপতি।
Social