পাপু লোহার, কাঁকসাঃ এলাকাবাসীর আবেদনে সাড়া দিয়ে শুক্রবার কাঁকসার ক্যানেলপাড় মোড়ে মাছ বাজারের সামনে হাই মাস্ট ল্যাম্প বসানোর কাজ শুরু হলো। এদিন আনুষ্ঠানিক ভাবে কাজের সূচনা করেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবিরুল মল্লিক, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য লাল্টু চ্যাটার্জি, দেবযানী মিত্র, স্বপ্না বৈদ্য, উজ্জ্বল লাহা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী সন্দীপ মহল, কুলদীপ সিং সহ অন্যান্যরা।
এদিন উপপ্রধান সাবিরুল মল্লিক জানিয়েছেন, সন্ধ্যা হলেই কাঁকসার মাছ বাজারের সামনে ক্যানেল পাড় মোড়ে অন্ধকারে ডুবে যায়। ব্যবসায়ীদের দোকান খোলা থাকা পর্যন্ত একটু আলো থাকে। কিন্তু, দোকান পাট বন্ধ হয়ে গেলে অন্ধকারে দেখে যায় মাছ বাজার। যার কারণে সমস্যায় পড়তে হয় পথ চলতি মানুষদের। এলকাবাসীর আবেদন ছিল ওই এলাকায় একটি হাই মাস্ট পথ বাতি লাগানোর। তাই এলাকাবাসীর আবেদনে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের ২ লক্ষ ৩৯ হাজার টাকার আর্থিক অনুদানে পথ বাতি লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ।
Social