পাপু লোহার, কাঁকসাঃ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে এদিন কাঁকসা ক্যানেল পাড়ের তৃণমূল কর্মী অন্যদিকে কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সিংয়ের স্বামী গোটা কাঁকসা গ্রাম পঞ্চায়েতের ৩০০ জনকে শীতবস্ত্র বিতরন করলেন। এদিনের সকালে দলীয় পতাকা ও কেককেটে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল কাঁকসা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার সহ এলাকার অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং ছোট বাচ্চাদের শীতবস্ত্র পরিয়ে দেন সাথেছিল চকলেট ও বিস্কুট। এরপর ছোট বাচ্চাদের শীতবস্ত্র বিতরন করেন কাত্তিক সিং, ছোটন কুমার অন্যান্য কর্মীরা।
পঞ্চায়েত প্রধান শুক্লা সিং জানান এই অনুষ্ঠানের তার কোন কৃতিত্ব নেই পুরো কৃতিত্ব তাই তার স্বামী কার্তিক সিংয়ের । তার প্রচেষ্টায় আজ আমরা এতগুলো ছোট বাচ্চার মুখে হাসি ফোটাতে পারছি। আমরা মোট ১০০০ জন ছোট বাচ্চাদের শীতবস্ত্র বিতরণ করব কিন্তু কভিড পরিস্থিতি থাকায় আজ আমরা ৩০০ জনকে শীতবস্ত্র দিচ্ছি বাকিটা প্রতিটা পাড়ায় পাড়ায় বিতরণ করা হবে।
Social