পাপু লোহার, কাঁকসাঃ আগ্নেয়াস্ত্র সহ কাঁকসা থেকে এক যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত যুবককে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম দেবা চৌহান, ধৃত যুবকের বাড়ি কাঁকসার রেল কলোনী এলাকায়। জানা যায়, ধৃত যুবক শুক্রবার ভোর রাত্রে কাঁকসার মিনিবাজার এলাকার কাছে জঙ্গলের ধারে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলো।
কাঁকসা থানার পুলিশের টহলরত ভ্যানের পুলিশ কর্মীরা টহল দেওয়ার সময় ওই যুবককে আটক এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ধৃতকে গ্রেফতার করে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।
পাশাপাশি একটি পারিবারিক অশান্তিতে যুক্ত থাকার অভিযোগে সুনীল লোহার নামের কাঁকসার রাজকুসুমের এক ব্যক্তিকে একই সাথে মহকুমা আদালতে পেশ করা হয়।
Social