টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কম সংখ্যক কর্মী থাকায় বাড়ছে অতিরিক্তি কাজের চাপ, ফলে অসুস্থ হচ্ছেন কর্মীরা। পাশাপাশি সরকারি নিয়ম মোতাবেক ডিএ, পিএফ কিছুই দেওয়া হচ্ছে না, এইরকম সমস্যার সম্মুখীন হওয়ায় সারা রাজ্য কো-অর্ডিনেশন কমিটি অনুমোদিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সময়ের ডাকে বুধবার দুপুর ২টো ৩০মিনিট থেকে বিকেল ৪টে ৩০মিনাট পর্যন্ত কর্মবিরতি পালন করেন পূর্ব বর্ধমান জেলা শাখার জেলা পরিষদ ও পঞ্চায়েত কর্মীরা। এদিন জেলা পরিষদ দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ করেন।
এদিন এসানুল হক জানিয়েছেন, এই কর্মবিরতি রাজ্যজুড়ে চলছে,মূলত সারা রাজ্যে ১৫০০০ হাজার কর্মী কম রয়েছে ফলে কর্মীদের উপর কাজের বোঝা চাপিয়ে দেওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন কর্মীরা। তিনি এও জানান পঞ্চায়েতে কর্মী কম থাকলেও খোদ বর্ধমান জেলা পরিষদে কর্মী কম রয়েছে। মোট ২০ দফা দাবি নিয়ে আজকের এই কর্মবিরতি, যদি এসব দাবি না মানা হয় তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান এসানুল হক বাবু।
Social