কৃষ্ণ সাহা, রায়নাঃ পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের অন্তর্গত রায়না থানার শ্যামসুন্দর বাজারে করোনা সচেতনতায় পথে নামল পুলিশ প্রশাসন। রাজ্যজুড়ে করোনা সংক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনে যাতে দুর্বিসহ পরিস্থিতি তৈরি না হয় তার জন্যই এই উদ্যোগ। বাজারে আসা মানুষরা প্রত্যেককে মাস্ক ব্যবহার করছেন কিনা সেদিকে নজর রাখার পাশাপাশি করোনা সংক্রমনের বিষয়ে সচেতন করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে আজ সচেতন করা হলেও পরবর্তী ক্ষেত্রে যদি মাস্ক ছাড়া কাউকে দেখা যায় তাহলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। তবে এরই মধ্যে যথেষ্ট সচেতনতা দেখা যাচ্ছে মানুষের মধ্যে। প্রায় ৮০% মানুষ মাস্ক ব্যবহার করছেন। কিছু মানুষ মাস্কের পরিবর্তে গামছা কিংবা মাফলার দিয়ে মুখ ঢাকছেন। তাদের মাস্ক পড়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিলেন পুলিশকর্মীরা।
এদিনের এই সচেতনতা প্রচারে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধাড়া, রায়না ১ নম্বর ব্লকের বিডিও লোকনাথ সরকার, এস.ডি.পি সুপ্রভাত চক্রবর্তী, সি.আই.সি রজতকান্তী পাল, ও.সি পুলোক মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত, সহ সভাপতি আনোয়ার আলি সহ অন্যান্যরা।
Social