করোনা বিধি তদারক করতে পুলিশি অভিযান

 

অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ রাজ্যে ক্রমশ চড়ছে করোনা সংক্রমণের গ্রাফ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।এতদিন সবাইকে মাস্ক পড়া, দূরত্ব বিধি বজায় রাখা সহ করোনা বিধি মেনে চলার  বার্তা দিলেও কে শুনে কার কথা। এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে শক্তিগড় থানার পুলিশ প্রশাসন। শনিবার পূর্ব বর্ধমানের গাংপুর স্টেশন বাজারে করোনা বিধি মেনে চলা হচ্ছে কিনা তা দেখতে অভিযান চালালো শক্তিগড় থানার পুলিশ। পথ চলতি মানুষ থেকে শুরু করে দোকানদারদের করোনা বিধি মেনে চলার বার্তাও দেন পুলিশকর্মীরা। পাশাপাশি মাস্ক না পড়া মানুষদের মাস্ক পড়তে বলেন এবং তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। পাশাপাশি দোকানদার ও পথ চলতি মানুষদের কড়া ভাবে সচেতন হবার কথা বলেন। এমনকি সকলকে বলা হয় এবার থেকে করোনা বিধি না মানলে গ্রেপ্তার করা হবে এবং দোকান সাত দিনের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।

পাশাপাশি এদিন গাংপুর সংলগ্ন জোতরাম মোড় থেকে করোনা বিধি লঙ্ঘন করায় ৬ জনকে গ্রেপ্তার করে শক্তিগড় থানার পুলিশ।

এদিনের এই সচেতনতা প্রচারে উপস্থিত ছিলেন শক্তিগড় থানার অফিসাররা সহ বৈকুন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি  ও অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান।

 

About Burdwan Today

Check Also

বন্ধ কারখানার আবাসনে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *