টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দু’বছর বাদে সরস্বতী পুজোয় কোভিড সংক্রমণের চোখ রাঙানি কমেছে। শনিবার তাই মুক্তির আনন্দে স্কুল-কলেজে বাগদেবীর পুজো শুরু হয়েছে। সকাল থেকেই বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল আর বর্ধমান উইমেন্স কলেজে গিয়ে দেখা গেল পুজোর প্রস্তুতিতে হাত লাগিয়েছে পড়ুয়ারা। শুক্রবার থেকেই আবহাওয়া চরম খারাপ। তবু পিছিয়ে থাকেনি তাঁরা। এবারেও কোভিড বিধি কায়েম আছে। তাই মাস্ক আর স্যানিটাইজার সঙ্গী নিউ নর্মাল কলেজ আর স্কুলেও। বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে-তে বিষাদ সরিয়ে আনন্দ খঁজছে নতুন প্রজন্ম।
উইমেন্স কলেজে যেন পুজোয় বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ছাত্রীরা নতুন জামা কাপড়ে সেজে সকাল থেকেই হাজির হয়েছে কলেজ প্রাঙ্গণে। যেন মুক্তির স্বাদ, মুক্তির আনন্দ।
গত দু’বছর ধরে কোভিডের জন্য পুজো হলেও তাতে পড়ুয়াদের নিষেধ ছিল স্কুল কলেজে আসার ক্ষেত্রে। কিন্তু এবছর যেন অন্ধকার থেকে বেড়িয়ে আলোয় ফেরা। তাই শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারা উপভোগ করছেন সরস্বতী পুজোর আয়োজন ও আনন্দ।
উইমেন্স কলেজের অধ্যক্ষ বলেন, পুজো হচ্ছে, আনন্দ উচ্ছ্বাসও থাকবে। তবে সবকিছু আমাদের কোভিড বিধি মেনেই করতে হবে।আর যেন সেই অন্ধকারে ফিরতে না হয়।
Social