টুডে নিউজ সার্ভিস, উত্তর দিনাজপুরঃ বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম বিপ্লব বিশ্বাস (৩৯)। বাড়ি উত্তর দিনাজপুরের করনদিঘী ব্লকের রসাখোয়া ১ গ্রাম পঞ্চায়েতের পৌটি বাগান। মৃতের এক ৫ বছরের পুত্র সন্তান ও স্ত্রী রয়েছে। মৃতের বাবা বিজয় বিশ্বাস জানান, এদিন দুপুরে মাঠে কাজ করছিল। সেই সময় বজ্রপাত ঘটে।আর তাতেই মৃত্যু হয় বিপ্লব-এর। তিনি আরও জানান, ঘটনার পরে করনদিঘী গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয় ছেলেকে এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃতের স্ত্রী সোনালী মন্ডল বিশ্বাস।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় করনদিঘী থানার পুলিশ। পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠায়।