টুডে নিউজ সার্ভিস, আসানসোলঃ কয়লা পাচার কাণ্ডে ১৯ জুলাই প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিবিআই আদালতে। তখন মোট ৪১ জনের নামে প্রাথমিক চার্জশিট জমা দেয় সিবিআই। ২০২০ সালে নভেম্বর মাসে কয়লা কাণ্ডে সিবিআই প্রথম মামলা রুজু করে।
প্রায় দুই বছর ধরে তদন্ত করে নানা কয়লা মাফিয়া থেকে শুরু করে ই সি এলের আধিকারিক সহ অনেকেই গ্রেফতার করে সিবিআই। অবশেষে সিবিআইয়ের আধিকারিকরা আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে ১৪৯ পাতার চার্জশিট জমাও দিয়েছিল। ওই চার্জশিটে কয়লা মাফিয়া অনুপ মাজি, বিনয় মিশ্র ও রত্নেশ্ ভার্মার নাম ছিল। অর্থাৎ মোট ৪১ জনের মধ্যে চার জন জামিনে মুক্ত ২ জন পলাতক ৯ জন জেলে আর কয়লা কান্ডে কিং পিন অনুপ মাজি সুপ্রিম কোর্টের রক্ষা কবচে আছেন। বাকি ২৫ জনের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে গ্রেফতারির পরোয়ানা জারি করলো আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত বলে বিশেষ সূত্রে জানা যায়।
Social