টুডে নিউজ সার্ভিসঃ বুধবার সন্ধ্যায় আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের রেলপার এলাকায় শিবচর্চা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারির স্বামী জিতেন্দ্র তিওয়ারি। শুভেন্দু অধিকারী নিজেও বেশ কয়েকজনের হাতে কম্বল তুলে দেন। তারপর ওখানে থেকে চলে আসেন। স্থানীয় সূত্রে খবর, শুভেন্দু অধিকারী সেখান থেকে চলে যাওয়ার পরেই কে আগে কম্বল নেবে তাই নিয়ে ঠেলাঠেলি শুরু হয়। সেই ঠেলাঠেলি বাড়তে বাড়তে প্রবল বিশৃঙ্খলায় পরিণত হয়। অনেকে পড়ে যান। তার জেরে পদপিষ্ট হন অনেকে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয় এবং স্থানীয় এক বেসরকারি হাসপাতালে এক শিশুকে নিয়ে গেলে তাঁকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়াও আরও চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
এই ঘটনার পরেই হাসপাতালে পৌঁছান আসানসোল করপোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ দলের অন্যান্য নেতৃত্ব৷ অভিজিৎ ঘটক জানান কম্বল বিতরণ করার সময় হুড়োহুড়িতে পড়ে যায় এবং সেখানেই পদপিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের।
Social