কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালনে একাই আয়োজক, একাই বক্তা স্বপনবাবু

Burdwan Today
1 Min Read

 

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ইসইউসিআই-এর সদস্য স্বপন নাথ কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৭তম জন্মদিন পালনে একাই আয়োজক, একাই বক্তা, কথাটা শুনলে হয়তো একটু খটোমটো লাগবে কিন্তু এরকমই দৃশ্য দেখা গেল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। অনুষ্ঠানের আয়োজন করছেন একা হাতেই আবার বক্তব্য রাখছেন নিজে, পাশে কেউ নেই কিন্তু সেই নিয়ে বিশেষ একটা মাথা ব্যাথাও নেই। তিনি যে কোনো বিশেষ দিনে এভাবেই নিজের উদ্যোগে মহাপুরুষের বা আদর্শ ব্যক্তির প্রতিকৃতি লাগান তারপর প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং বক্তব্য রাখেন।

বাঁকুড়া জেলার সোনামুখী শহরে এমনই এক বিরলতম ছবি দেখা গেল একটা সাইকেলে বাঁধা বক্স। শ্রোতা বলতে কেউ নেই অথচ ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখলেন। ইনি ইসইউসিআই-এর সদস্য স্বপন নাথ।

এক প্রত্যক্ষসাক্ষী বলেন, যখনই কোনো অনুষ্ঠান হয় শুধুমাত্র উনি বলেন। পাশে আর কেউ থাকে না। আমরা গিয়ে একটু সহযোগিতা করে দিই।

এদিন স্বপনবাবু বলেন, মহাপুরুষের বা আদর্শ ব্যক্তির জন্ম মৃত্যু দিন পালন করতে কেউ না কেউ তো এগিয়ে আসে সেটা না হয় আমি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *