দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করোনা সংক্রমনের গতি শ্লথ হতেই ধীরে ধীরে মানুষের জীবনযাত্রা ফিরেছিল স্বাভাবিক ছন্দে। দীর্ঘ ২০ মাস পর স্কুল-কলেজের গেট বন্ধ থাকার পরে গত বছর ১৬ নভেম্বর সমস্ত বাঁধাকে কিছুটা দূরে সরিয়ে রেখে বেজে ছিল সেই স্কুলের সেই ঢং ঢং ঘন্টা। ছাত্র-ছাত্রীদের দমবন্ধ জীবনে ফিরে ছিল হারিয়ে যাওয়া সেই অনাবিল আনন্দ।
করোনা আবহে যেন জীবনটা যান্ত্রিক হয়ে পড়েছিল, প্রাণ ছিল তবে রস ছিল না। স্কুল খোলায় যেন ছাত্রজীবনে আবার জমে উঠে ছিল মৌচাকের মতো মধুময় সমাজ। বেঞ্চ নিয়ে ঝগড়া, হইচই, ছোটাছুটি, খেলাধুলা, আর শিক্ষকদের সঙ্গে দুষ্টু মিষ্টি গল্প, পড়াশোনা আরও কত কি আনন্দে উল্লসিত হয়েছিল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা।
কিন্তু সেই সুখস্মৃতি বেশি দিন স্থায়ী হল না, ওমিক্রনের দাপটে এক ফালি কালোমেঘ আনাগোনা করতে শুরু করেছিল আর সেটা সত্যি হলো।
রবিবার রাজ্য সরকারের ঘোষণার পরেই মানসিক ভাবে ভেঙে পড়েছে, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা, আর সেই মতই রাজখামার হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুল বন্ধ হওয়ার খবর শুনে মন খারাপ হয়ে পড়েছে, এমনি চিত্র উঠে এল আমাদের ক্যামেরায়।
Social