টুডে নিউজ সার্ভিস, বনগাঁঃ আবারও কুসংস্কারে বলি! ওঝার কাছে গিয়ে সময় নষ্ট, চিকিৎসার অভাবে বনগাঁয় মৃত্যু সাপে কাটা বৃদ্ধার। উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচপোতা গ্রামের বাসিন্দা সতী বালা বৈরাগী (৬৯)। পরিবারের দাবি, সকালে বিচুলির গাদায় বিচলী আনতে গেলে সাপে কামড়ায় ওই বৃদ্ধাকে। তারপরে তাকে পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী সুভাষ মন্ডল নামে এক ওঝার বাড়িতে। মৃত বৃদ্ধার ছেলের অভিযোগ ওঝা বাড়ি থেকে বলা হয়েছিল বিষহীন সাপে কামড়েছে এবং পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই বৃদ্ধার।
যদিও ওঝার বাড়িতে গিয়ে ওঝার দেখা মেলেনি। ওঝার মায়ের বক্তব্য কুকুর বিড়াল সাপে কামড়ালে আমার ছেলে দীর্ঘদিন ধরেই গাছ গাছরা জরিবুটি ওষুধ দিয়ে আসছে। আজ সকালে আমাদের বাড়িতে নিয়ে এলে আমরা হাসপাতালে নিয়ে যেতে বলেছি। কোনো চিকিৎসা করা হয়নি এখানে। পরবর্তীকালে বন দপ্তরের পক্ষ থেকে মৃত বৃদ্ধার বাড়ি থেকে সাপ উদ্ধার করা হয়।
Social