দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ রবিবার বিষ্ণুপুরে ‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। পশ্চিমবঙ্গে সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, কয়লা, বালি, গরু, পাথর পাচার সহ রাজ্য সরকারের শিক্ষক ও কর্মী নিয়োগে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে বিষ্ণুপুরের চকবাজারে বিজেপির মিছিল ও পথসভা। এদিন উপস্থিত ছিলেন সেখানেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, রাজ্যের কালচার সেলের কো-কনভেনার রাজ দে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা ও দুই বিধায়ক অমরনাথ শাখা ও দিবাকর ঘরামি।
এদিনের কর্মসূচি থেকে দিলীপ ঘোষ বলেন, ‘‘গত বার পঞ্চায়েত নির্বাচনে গুন্ডা আর পুলিশ দিয়ে সমস্ত পঞ্চায়েতে লুঠ করে নেওয়া হয়েছে।মনোনয়ন করতে দেওয়া হয়নি। আমরা সরল মনে ভোট করতে গিয়েছিলাম। ভেবেছিলাম মনোনয়ন হবে। শান্তিপূর্ণ ভোট হবে। সাধারণ মানুষ ভোট দেবেন। কিন্তু, ৭ দিন ধরে এসডিও ও বিডিও অফিস ঘেরাও করে রেখে আমাদের মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি। এ বার কিন্তু খালি হাতে যাব না, কাঁচা বাঁশ সঙ্গে নিয়ে যাব। এখন থেকে কাঁচা বাঁশ কেটে রাখুন। চাঁছবেন না। বাঁশে যেন গাঁট বেরিয়ে থাকে। মারলে গায়ে দাগ থাকবে।”