টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগণাঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুব্রত মালাকার। সূত্রের খবর, বয়ানে অসংগতি থাকায় গ্রেফতার করা হয় তাঁকে।
সোমবার সকালে ইডি আধিকারিকরা সোদপুরের রাজেন্দ্রপল্লিতে সুব্রত মালাকারের বাড়ি পৌঁছন আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। প্রায় সাড়ে ছ’ঘন্টা জেরা চলে। শেষে বয়ানে অসংগতি থাকায় গ্রেফতার করা হয় সুব্রতকে।
ইডির সূত্রের খবর, সোদপুরের বাসিন্দা সুব্রত। তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তিনি এসএসসি দুর্নীতিতে একজন মিডলম্যান হিসেবে কাজ করতেন বলে দাবি।