টুডে নিউজ সার্ভিসঃ মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন আক্রান্ত হন প্রচুর পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন মধ্য কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি এসএসকেএম-এ ভর্তি রয়েছেন। ঐদিন বিজেপির নবান্ন অভিযানে হাত ভেঙে যায় ওই পুলিশ আধিকারিকের।
বুধবার বিকালে তাঁকে দেখতে এসএসকেএম-এ যান ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কথাও বলেন অভিষেক।
এদিকে পুলিশকে মারধর ও গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
.jpeg)

