টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এবার মূল্যবৃদ্ধির কোপ স্কুলের মিড-ডে মিলে। মিড-ডে মিল চালাতে হিমশিম অবস্থা জেলার স্কুলগুলির। অগ্নিমূল্য বাজারের সঙ্গে পাল্লা দিয়ে সরকার নির্ধারিত বরাদ্দের মধ্যে স্কুলের মিড-ডে মিল চালানো এখন কার্যত কঠিন হয়ে পড়েছে বলে জানাচ্ছে বর্ধমান শহরের একাধিক স্কুলের প্রধান শিক্ষকরা। মিড-ডে মিলের ক্ষেত্রে অবিলম্বে বরাদ্দ বাড়ানোর দাবি করছেন তারা। বর্তমানে সরকারিভাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি ছাত্র-ছাত্রী প্রতি খাবারের জন্য স্কুলকে দেওয়া হয় ৪ টাকা ৯৭ পয়সা। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী অবধি একজন পড়ুয়ার জন্য বরাদ্দ ৭টাকা ৪৫ পয়সা।
শিক্ষকদের দাবি, যেখানে বাজারে আলু এখন কেজি প্রতি ২০-২২ টাকা, সরষের তেল ২২০ টাকা, কুমড়োর কেজি ৩০ টাকা, মুসুরির ডাল ১২০ টাকা প্রতি কেজি সেখানে ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাবার এই বরাদ্দ টাকায় দেওয়া আদৌও কতটা সম্ভব তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
মিড-ডে মিলের পূর্ব বর্ধমান জেলার নোডাল অফিসার মৌলি স্যানাল বলেন, ‘বিষয়টি আমরাও বুঝতে পারছি। বর্তমান বাজারের যা পরিস্থিতি তাতে এই দরে খাওয়ানো খুবই কষ্টকর। আমরা বিষয়টি প্রিন্সিপ্যাল সেক্রেটারি সহ আমাদের অধিকর্তার কাছেও জানিয়েছি।
Social