টুডে নিউজ সার্ভিসঃ দুর্গাপুরের এক বেসরকারি ইংরেজি মধ্যম স্কুলে নার্সারির কয়েকজন পড়ুয়া সম্ভবত মাঙ্কি পক্সে আক্রান্ত। এখনও পর্যন্ত স্বাস্থ্য দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আদৌ এটা মাঙ্কি পক্স কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। যতক্ষণ না স্বাস্থ্য দপ্তর থেকে বিষয়ে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে ততক্ষণ অব্দি এটিকে মাঙ্কি পক্স বলা যাবে না। এই ব্যাপারে পশ্চিম বর্ধমান জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সেখ মহঃ ইউনুস জানিয়েছেন , তিনি বিষয়টা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে থেকেই জানতে পেরেছেন। কোন পরীক্ষা নিরিক্ষা না করে এটি কে মাঙ্কি পক্স বলা যাবে না । স্থানীয় চিকিতসক যেটা লিখেছেন তা হলো হ্যান্ড ফুট মাউথ ডিজিস । তিনি আরও বলেন , ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর বিষয়টির ওপর নজর রাখতে সুরু করে দিয়েছি ডেপুটি সি এম ও এইচ ২ কে এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে । রিপোর্ট হাতে এলেই সঠিক ভাবে বলা সম্ভব হবে ।
Social