Breaking News

এবার চাকরি দুর্নীতির অভিযোগে বিজেপি সাংসদ সহ ৮ জনের বিরুদ্ধে এফআইআর

 

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ এবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং সুভাষ সরকার সহ ৮ জনের বিরুদ্ধে চাকরির দুর্নীতি নিয়ে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করল সিআইডি। এটি তৃণমূলের চক্রান্ত, প্রতিক্রিয়াঃ সাংসদ জগন্নাথ সরকার-এর। বেশ কয়েক মাস ধরে কল্যাণী এইমস হাসপাতালের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা। কয়েকদিন আগেই চাকরি নিয়ে স্বজনপোষণের অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। জানা যায়, তার পুত্রবধূক চিনে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চাকরি করিয়ে দিয়েছেন। 

এবার সিআইডি তরফ থেকে কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলো। যেখানে নাম রয়েছে বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার এবং সুভাষ সরকার সহ মোট ৮ জনের। অভিযোগ চাকরির ক্ষেত্রে দুর্নীতি করে স্বজনপোষণ করে নিয়োগ করা হয়েছে এমস হাসপাতালে। 

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, এরা যে খুন হলে ধর্ষণ হলে কোন অভিযোগ দায়ের হয় না। এটি মূলত সরকারের একটি চক্রান্ত। যেহেতু তৃণমূল দলের অধিকাংশ নেতানেত্রীরা দুর্নীতিতে যুক্ত সেই কারণে তারা চাইছে মিথ্যা একটি অভিযোগ তুলে বিজেপিকে কালিমালিপ্ত করতে। চাকরির ক্ষেত্রে কোনো দুর্নীতি করা হয়নি। নির্দিষ্ট নিয়ম মেনেই তারা চাকরি পেয়েছে। এ বিষয়ে সিআইডি ডাকলে অবশ্যই আমি সহযোগিতা করবো।

About Burdwan Today

Check Also

মদের টাকা জোগাড় করতে মজুত রাখা ধান বিক্রির চেষ্টা, স্ত্রীর কাছে ধরা পড়ে লাঠির আঘাতে মৃত্যু স্বামীর

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *