Breaking News

এবছর মাধ্যমিকে ফের বাঁকুড়ার পরীক্ষার্থীদের জয়জয়কার

 

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ প্রতিবারের মতো এবারও মাধ্যমিকে বাঁকুড়ার পরীক্ষার্থীদের জয়জয়কার, ২০২২ মাধ্যমিক পরীক্ষায়  যুগ্মভাবে  প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলার অর্ণব গড়াই। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। সে বাঁকুড়া জেলার রাম হরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের পড়ুয়া। প্রতিবছরই মাধ্যমিকে এক থেকে দশের মধ্যে স্থান  অধিকার  করে বাঁকুড়া জেলা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করেছে রাম হরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র  অর্ণব গড়াই।

এদিন অর্ণব গড়াইকে সম্বর্ধনা জানালেন গঙ্গাজলঘাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক ব্যক্তিত্ব। একই সঙ্গে ৬৮৭ নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র জ্যোতির্ময় মন্ডল, ৬৮৬ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র ব্রাত্য বস, ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে বাঁকুড়া মিশন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রত্যুষা কুন্ডু, ভবিষ্যতে প্রায় সকলেই ডাক্তার হয়ে দেশের সেবা করবে বলে জানিয়েছে। 

৬৯৩ পেয়ে  রাজ্যে প্রথম স্থান করে অর্ণব গড়াই সংবাদমাধ্যমের  মুখোমুখি হয়ে জানায়, সকল ছাত্র-ছাত্রী মতোই সকাল-সন্ধ্যা পড়াশোনা করত সে, তার এই সাফল্যের পিছনে মা-বাবা, গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের বড়ো অবদান রয়েছে বলে জানায় সে।

About Burdwan Today

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *