Breaking News

এখনও আমন ধান রোপনের কাজ শেষ করতে পারেনি মন্তেশ্বরের চাষীরা

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ সাধারনত আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমন ধান রোপণ  করে ফেলেন চাষিরা। এবছর অবশ্য বৃষ্টি ও সেচের অভাবে সব জমিতে ধান রোপনের কাজ শেষ করতে পারেনি মন্তেশ্বরের চাষীরা। 

হিরু প্রামাণিক, তাপস দে, গৌতম দে-রা জানান আমাদের কৃষিপ্রধান এলাকা, আমরা চাষের উপর নির্ভরশীল, চাষ কার্য হচ্ছে আমাদের একমাত্র জীবিকা। তাই ফলনের ক্ষতির আশঙ্কা থাকলেও, ফলন কম হবে ধরে  নিয়ে জমি সব ফেলে না রেখে  সংসার চালানোর জন্য যে জমিগুলি বৃষ্টির অভাবে ধান রোপণ করতে পারিনি এখন সেই গুলি ধান রোপণ করা হচ্ছে। অথচ  একধারে আবার আমন ধানের জোরকদমে নিরেনের কাজও করছে মন্তেশ্বর এলাকার চাষীরা। 

About Burdwan Today

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *