একই পরিবারে ৪৮ টি দলিল একইদিনে রেজিস্ট্রি করে নজর কাড়লো ইলামবাজারের ছোট চকগ্রাম

Burdwan Today
2 Min Read

মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ তিন পুরুষ ধরে জমির সমস্যা কাটিয়ে বোলপুর এডিএসআর-এর মাধ্যমে রেজিস্ট্রি হল ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট চকগ্রামে। একই পরিবারে একই দিনে ৪৮ টি দলিল করে এই জমি জটের সমস্যা সমাধান হল। ছোটচক গ্রামের  অন্তর্গত বরকত মন্ডলের  বংশধরেরা তাদের তিন পুরুষ ধরে যে জমি জোটের সমস্যা চলছিল এই মুহূর্তের ওয়ারিশগণ তারা স্থানীয় নেতৃত্বের মাধ্যমে বসে সমঝোতা হয়ে দলিল করলেন একে অপরকে। সূত্রের খবর, এই জমিজট কাটাতে একে অপরকে রেস্ট্রি করার দরুন মোট ৪৮ টি দলিল লিখতে হয়েছে। বোলপুরের  এ ডি এস আর কমিশনারের মাধ্যমে গ্রামে বসেই এই দলিল রেজিস্ট্রি সম্পাদন করা হয়। 

দলিল লেখক শেখ রফিক ও শেখ আব্বাস উদ্দিন এই লেখার কাজ সম্পাদন করেছেন। এদিন মোট ৪০ জন ওয়ারেশ  তাদের নিজেদের মধ্যে একে অপরকে এই দলিল সম্পাদন করেন।  এই চমকপ্রদ রেজিস্ট্রি দেখার জন্য গ্রামের মানুষ ভিড় করেন। গ্রামের বয়স্করা জানিয়েছেন যে, এই ধরনের রেজিস্ট্রি প্রথম তারা দেখছেন এবং এতদিন ধরে যে জমি জোটের সমস্যা ছিল তা সমাধান হওয়াতে গ্রামবাসীরাও খুশি হয়েছেন। পাশাপাশি এই রেজিস্ট্রিকে কেন্দ্র করে মহা ভোজেরও আয়োজন করা হয়। 

দলিল লেখক আব্বাস উদ্দিন জানিয়েছেন, এই বোলপুর এ ডি এস আর-এর  এধরনের একসঙ্গে এত দলিলেই সর্বপ্রথম বলে তার জ্ঞান অনুযায়ী। এই ধরনের একটি রেজিস্ট্রি করতে পাড়াতে লেখকরাও করছেন গর্ব অনুভব। শুধু তাই নয় এই দলিল লেখাকে কেন্দ্র করে যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য প্রশাসনের কড়া নজরদারিও ছিল।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *