টুডে নিউজ সার্ভিসঃ একদিকে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ অর্থাৎ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। অন্যদিকে, ২১ জুলাই উপলক্ষে বড় সভার আয়োজনে ব্যস্ত রাজ্যে বর্তমান শাসকদল তৃণমূল। বিরোধী রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এই সভা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে অদৃশ্য মারণ ভাইরাস করোনা।
এমনকি সংক্রমণ লাগামছাড়া হতে পারে। সেক্ষেত্রে রাজ্যে ফের লকডাউন এবং স্কুল ছুটি ঘোষণা ছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আর কোনো পথ খোলা থাকবে না বলে আশঙ্কা একাংশের।
Social