পাপু লোহার, কাঁকসাঃ বুধবার তৃতীয়া শুরু হয়ে গেছে শারদ উৎসব চারিদিকে আকাশে বাতাসে মহামায়া আগমনের বার্তা সেই শুভক্ষণে এদিন কাঁকসা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন বিদ্যালয়ের দ্বাদশ ক্লাসের প্রবীণ ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণীর নবীন ছাত্র-ছাত্রীদেরকে পুষ্প চন্দনের তিলক ও কলম তুলে দিয়ে বরণ করে নেয়। বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিল আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় সহ পরিচালন কমিটির সদস্যরা। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সকল ছাত্র-ছাত্রীরা নবীন বরণ অনুষ্ঠানে মেতে ওঠেন।
এদিন অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করার পাশাপাশি অতিথিদের বরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচলন সমিতির সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত দু’বছর ধরে করোনার জন্য কোনো অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তাই এ বছর করোনার প্রকোপ তেমন না থাকার জন্য বিদ্যালয় প্রাঙ্গনে নবীন বরণ অনুষ্ঠিত হয়।