অর্ঘ্য ব্যানার্জি, বড়শুলঃ আজ দেখতে দেখতে ১১টা বছর পার করলো বর্তমান শাসক দল। ২০১১ সালে মে মাসে বাম সরকারকে হারিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মা-মাটি-মানুষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। পর থেকে তিনি একে একে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন। বর্তমানে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, সহ একাধিক প্রকল্পের সূচনা করেছেন। অপরদিকে সরকারি দপ্তরে নয় বাড়ির পাশেই দুয়ারের সরকারের সকল সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার এই উন্নয়নের ১১ বছর পূর্ণ। সেই উপলক্ষ্যে রাজ্যের জেলায় জেলায় উন্নয়নের পথে ১১ বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লক্ষ্মী ভান্ডারের আর্থিক সহায়তার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বড়শুল জুনিয়র বেসিক স্কুলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ছো নাচের মধ্য দিয়ে উন্নয়নের পথে ১১ বছর অনুষ্ঠানের সূচনা হয়।
সূচনা পর্বে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, বর্ধমান-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুন গোলদার, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরো অনেকে।
Social