প্রবীর মণ্ডল, বর্ধমানঃ উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভে সামিল তৃণমূলের নেতাকর্মীরা। বুধবার বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে বিজেপি কর্মীরা কালোপতাকা দেখায় এমনকি ওঠে জয় শ্রীরাম স্লোগান। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে মোদির গড়ে দু’দিনের সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় বিমানবন্দরে নেমে তিনি গঙ্গার ঘাটে গঙ্গারতি দেখার জন্য যাচ্ছিলেন তখনই ওঠে জয় শ্রীরাম স্লোগান ও দেখানো হয় কালো পতাকা। শুধু এখানেই শেষ নয় তাকে গঙ্গার ঘাটেও বেশ কয়েকজন বিজেপি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য কালো পতাকা হাতে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। বৃহস্পতিবার তারই তীব্র প্রতিবাদ জানিয়ে পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লকের বাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন বাম তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে কিছুক্ষনের জন্য জাতীয় সড়ক অবরোধ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র কুশপুত্তলিকা দাহ করা হয়। জাতীয় সড়ক অবরোধের জন্য কিছুক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায় পরক্ষণে অবরোধ তুলে নিলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান সহ বহু তৃণমূল কর্মী সমর্থকরা।
Social