বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ মাত্র তিন ফুট উচ্চতা, প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নেট পরীক্ষায় ৯৯.৩১ শতাংশ নাম্বার পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন পিয়াসা মহলদার। নদীয়ার শান্তিপুর থানার পটেশ্বরী স্ট্রিটের বাসিন্দা পিয়াসা।
উচ্চতা মাত্র তিন ফুট, ছোট থেকেই শরীরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। নিজে থেকে খুব বেশি চলাফেরা করতে পারেনা। কিন্তু তবুও শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ছোট থেকেই পড়াশোনার আগ্রহী ছিল তার। মাধ্যমিক থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাস করেছেন তিনি। দিন কয়েক আগে কল্যাণী পরীক্ষার সেন্টারে নেট পরীক্ষায় বসেন তিনি। কার্যত শুয়ে শুয়েই পরীক্ষা দিতে হয়েছে তাকে। শুয়ে শুয়ে কম্পিউটারের মাধ্যমে তিনি নেট পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার ফলাফলে তিনি ৯৯.৩১ শতাংশ নাম্বার পেয়েছেন। তার এই সাফল্য প্রকাশ্যে আসতেই গোটা শান্তিপুর জুড়ে তাকে সংবর্ধনা জানাচ্ছেন বিভিন্ন স্তর থেকে।
মূলত বাংলা বিভাগের ছাত্রী পিয়াসা। তার এই সাফল্যের পর তিনি পিএইচডি করার জন্য আগ্রহী বলে জানান। পাশাপাশি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের সুযোগ আসে সেটিকেও তিনি কাজে লাগাতে চান বলে জানান। তার শারীরিক প্রতিবন্ধকতার কারণে কিছুটা সমস্যা হলেও তিনি আগামী দিনে এভাবেই এগিয়ে যেতে চান বলে জানান।
Social