মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বর্তমান মানব সমাজে বিদ্যুৎ অত্যন্ত অপরিহার্য। বিদ্যুৎ ছাড়া আমরা কোনো কিছুই ভাবতে পারি না। সেই বিদ্যুৎ অপচয় হচ্ছে যথেষ্ট ভাবে বিভিন্ন জায়গায়। হচ্ছে চুরিও। এই বিদ্যুৎ চুরি রুখতে রাজ্য সরকার প্রতিটি গ্রামে গ্রামে কভার তারের ব্যবস্থা করেছেন। কিন্তু, তবুও তা থেকে কানেকশন নিয়ে বিল ঠিকমতো বিদ্যুৎ দপ্তরকে পরিশোধ করছেন না অধিকাংশ মানুষ। বকেয়া রয়েছে হাজার হাজার টাকা।
এদিন ইলামবাজার ডিভিশনাল এসএস নবী হোসেন মোল্লা জানান, বিদ্যুৎ দপ্তর এই মুহূর্তে ঋণের বোঝা টেনে চলেছে। তাই পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ও বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে ইলামবাজার ব্লকের বিভিন্ন অঞ্চলে বকেয়া বিল পরিশোধের ক্যাম্প করা হচ্ছে। আগামী ডিসেম্বর ২০২২ শুরু হবে এই ক্যাম্প।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পে ২০১৮ সালের আগে যে সমস্ত বকেয়া বিল রয়েছে সেই বিলের উপর কোনো সুদ লাগবে না। অর্থাৎ আসল বিলের টাকা অর্ধেক দিলেই পুরো দিল মুকুব করা হবে এবং সুদটা পুরো ছাড় দেওয়া হবে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে কেউ ভুলবেন না এই বার্তা দিয়েছেন নবী হোসেন মোল্লা। এছাড়াও নতুন কানেকশনের জন্য দরখাস্ত করলে তিন দিনের মধ্যে তাকে কানেকশন দিয়ে দেওয়া হবে। অতি দ্রুত কাজ সম্পন্ন করা হবে। বিদ্যুৎ চুরি রুখতে এই এই বিশেষ কর্মসূচি বলে জানা গেছে তিনি।
Social