পাপু লোহার, বুদবুদঃ সর্বস্তরের জনসাধারণকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে ইফতার পার্টির আয়োজন করল বুদবুদ থানার পুলিশ। বুদবুদ পুলিশের উদ্যোগে এবং বুদবুদ থানার ওসি সেকেন্দার আলম খান-এর সহযোগিতায় এক বিশাল “ইফতার মজলিস” অনুষ্টিত হলো অভিনন্দন লজে।
চলছে রমজান মাস। ধর্মপ্রাণ মুসলিমরা এক মাস ধরে সূর্য উদয়ের আগে খাবার খেয়ে রোজা থাকেন এবং সন্ধ্যাবেলায় ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করেন। এদিন সর্বস্তরের জনসাধারণকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে “ইফতার মজলিস” অনুষ্ঠিত হল বুদবুদে।
এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনিক আধিকারিক এবং সমাজের অন্যান্য ব্যক্তিরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও পূর্ব বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেস সহ সভাপতি মোঃ জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক সুন্দর পাসোয়ান, সি.আই অঞ্জন রায়, বুদবুদ থানার ভারপ্রাপ্ত ওসি সেকেন্দার আলম খান, এছাড়াও বিভিন্ন ধর্মের জনসাধারণের সঙ্গে বুদবুদ থানার পুলিশ আধিকারিক ও বিভিন্ন স্তরের কর্মীরা।
Social