কল্যাণ দত্ত, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বাগিলা গ্রন্থাগারের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর জন্মদিবসে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।
এদিন মূর্তি উন্মোচন করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, বাপী ব্যানার্জী, সেখ ইউসুফ, মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, নিমো-১ অঞ্চলের প্রধান উত্তম কৈবর্ত্য, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল, মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মহঃ মহসিন, মহিলা নেত্রী গীতা দাস, শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, জয়হিন্দবাহিনীর সভাপতি প্রলয় কুমার পাল, শহর সভাপতি সৌরভ ঘোষ, বর্ষীয়ান নেতা এহিয়া মন্ডল প্রমুখ।
পাশাপাশি এই অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের মানুষের মধ্যে ধামসা মাদল প্রদান করা হয়।

