দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ইন্দাস মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে রাজা রামমোহন রায়ের জন্মের দ্বি-সার্ধশতবর্য উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ পার্লামেন্টে থেকে আইন পাশ করিয়ে ভারতবর্ষের কলঙ্কময় অধ্যায় সতীদাহ প্রথা বন্ধের অন্যতম নায়ক রাজা রামমোহন রায় ছিলেন একজন প্রকৃত সমাজ সংস্কারক। তার জন্মের দ্বি-সার্ধশতবর্ষ উপলক্ষে ইন্দাস মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এক আলোচনা সভায় মিলিত হয়। এদিনের অনুষ্ঠানে দেওয়াল ম্যাগাজিন প্রকাশিত হয়।
এদিনের আলোচনা সভায় অংশগ্রহণ করেন এই মহাবিদ্যালয়ের প্রাক্তন জিএস তথা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। তিনি রাজা রামমোহন রায় সম্পর্কে মূল্যবান বক্তব্যও রাখেন প্রাক্তন এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা। এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Social