দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়ায় নিজের বাড়িতে ফিরল ইউক্রেনে আটকে থাকা সৌমাল্য মুখার্জি। বছর দুয়েক আগে ইউক্রেনের খারকিভে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ার সুযোগ পায় বাঁকুড়ার পরমানন্দপল্লীর সৌমাল্য মুখার্জি। সেখান থেকেই চলছিল পড়াশোনা। দিন কয়েক আগেই রুশ সেনা ইউক্রেন হামলা চালাতে শুরু করে। বাঁকুড়া সৌমাল্য মুখার্জী সহ ভারতীয় হোস্টেলে সমস্ত পড়ুয়াকে বেসমেন্টে থাকার নির্দেশ দেয় দূতাবাস।
ইউক্রেনের অবস্থা ক্রমশ খারাপ হতে দেখে নিজের সিদ্ধান্তে বাঁকুড়ার সৌমাল্য সহ বেশ কিছু পড়ুয়া ইউক্রেনের খারকিভ থেকে পায়ে হেটে স্টেশেনে এসে পৌঁছায়। সেখান থেকে ট্রেনে করে ১৩০০ কিমি দূরে লবিভ এসে পৌঁছায়। গতকাল দিল্লির বঙ্গভবন তারপর কলকাতা থেকে বাঁকুড়া।
Social