টুডে নিউজ সার্ভিসঃ আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন প্রাক্তন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। রবিবার দুপুরে বড় চমক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সুপ্রিমো নিজেই টুইট করে জানিয়েছেন বিহারীবাবুকেই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করা হচ্ছে।
শত্রুঘ্ন সিনহা পটনা সাহিব থেকে বিজেপির সাংসদ ছিলেন।কংগ্রেস থেকে রাজনৈতিক কেরিয়ার শুরু করা তার পর বিজেপিতে এবং পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগ দিলেও বিহারীবাবু এতদিন তিনি সক্রিয় রাজনীতি থেকে আড়ালে ছিলেন। আর সেই কারনেই তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে তাকে সক্রিয় রাজনীতি না দেখা গেলেও তৃণমূলের বিদেশনীতি সংক্রান্ত বিষয়ে পরামর্শদাতার হিসেবে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ঘোষনা করে ফের একবার চমক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমুল কংগ্রেসে যোগদানের পরই তিনি আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ পদ থেকে পদত্যাগ করে ছিলেন সেই আসনেই উপনির্বাচন হতে চলেছে ।