টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আসন্ন পৌর নির্বাচনের প্রাক্কালে শনিবার বর্ধমানে নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত হলেন পূর্ব বর্ধমান জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস। এদিন তিনি ৩৫-০ করার নিদান দিয়ে যান তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের।
মূলত, এদিন আসন্ন পৌরসভা নির্বাচনে বর্ধমানে ৩৫ টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে নির্বাচন প্রস্তুতি আলোচনা সভার আয়োজন করা হয় শহর বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে।
কার্যতঃ এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী অরুপ বিশ্বাস, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহকারী সভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ জেলার অন্যান্য বিধায়ক সহ একঝাঁক নেতৃবৃন্দ।
বর্ধমান শহর ৩৫ টি ওয়ার্ডের প্রার্থী ও কর্মীদের উদ্যেশে বিধায়ক খোকন দাস বলেন, সিপিএম, বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। আমাদের সংকল্প ৩৫-০ করে আবারও পৌরসভার বোর্ড গঠন হবে।
পাশাপাশি, পর্যবেক্ষক ও রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস সিপিএম ও বিজেপিকে একহাত নেন, এছাড়া ২০১১ সালের পরিবর্তনের পর থেকে বর্তমান পর্যন্ত বিশেষ আলোকপাত করেন পৌর নির্বাচন নিয়ে।