Breaking News

আলু জমিতে বিস্ফোরণে আহত প্রথম বর্ষের ছাত্র

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ  আলুর জমিতে জল সেচ করার  সময় বোমা ফেটে গুরুতর আহত গুসকরা কলেজের প্রথম বর্ষের ছাত্র ফৈজুদ্দিন শেখ  (১৯)। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ব্লকের কল্যাণপুর গ্রামে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

উল্লেখ্য, আহত ফৈজুদ্দিন শেখের বাবা মফিজউদ্দিন শেখ জানান, সকালে ছেলে জমিতে গিয়ে আলুতে জল দেবার কাজ করছিল, সেই সময় মজুত রাখা বোমা ফেটে যায় এবং পা থেকে কোমর পর্যন্ত গুরুতর জখম হয়। তড়িঘড়ি প্রথমে গুসকরা হাসপাতাল পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জানা যায় আহত ফৈজুদ্দিন শেখ-এর গোপনাঙ্গ ফেটে গেছে। পরে আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা রেফার করেন বর্ধমান মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা।

পাশাপাশি মফিজউদ্দিন এও বলেন, গ্রামেরই মলয় মণ্ডল নামে এক চাষীর সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল, সুতরাং মলয় মণ্ডলের এই কাজ। সেই বোমা রেখেছিল আমার পরিবারকে মারার জন্য।  তদন্তে নেমে সরজমিনে খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *