Breaking News

আর্থিক প্রতিকূলতা কাটিয়ে উচ্চমাধ্যমিকে সফল মন্তেশ্বরের সুনন্দা

 

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ সংসারের অভাব প্রতিকূলতাকে জয় করে  উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল মন্তেশ্বরের শুশুনিয়া গ্রামের সুনন্দা ঘোষ। এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৪৮৮। বসন্তপুর এসএসসি নিকেতনের ছাত্রী হিসেবে পরীক্ষা দিয়ে বাংলায় ৯৬, ইংরেজিতে ৯০ ভূগলে ৯৯, দর্শনে ১০০, সংস্কৃত  ৯৬ এবং শিক্ষা বিষয়ে ৯৭ নম্বর পেয়েছে সে।  মাত্র এক নম্বরের জন্য মেধাতালিকায় নাম তুলতে পারেনি সুনন্দা। রয়েছে সেই আক্ষেপও। বাবা অন্যের ট্রাক্টর চালিয়ে কোনোরকমে সংসার চালায়। মা গৃহবধু। দাদা টিউশন পড়িয়ে বিএডের পড়াশোনা চালাচ্ছে।  দু’কামরা একটি মাটির বাড়িতে কোনোরকমে  বসবাস করে ভূমিহীন এই পরিবারটি। 

ভূগোলে অনার্স নিয়ে পড়াশোনা করে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখছে সুনন্দা। কিন্তু তার সামনেই বড় বাধা আর্থিক প্রতিকূলতা। বাবা নুপুর ঘোষ বলেন, পরের ট্রাক্টর চালিয়ে যে সামান্য কটা টাকা পাই তা সংসার চালাতে খরচ হয়ে যায়। মেয়েটাকে ঠিকমত টিউশন দিতেও পারিনি।  স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পাড়ার দু-একজনের সহযোগিতা সুনন্দা এই সাফল্য পেয়েছে।  এবার পড়াশোনার খরচ নিয়ে চিন্তায় পড়েছেন নুপুর বাবু। তিনি জানান কোনো সহৃদয় ব্যক্তি অথবা কোনো সংস্থা যদি তার পরিবারের পাশে দাঁড়ায় তবে মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। তা নাহলে সমস্যা হবে। মা পম্পা ঘোষও দুশ্চিন্তায় মেয়ের পড়াশোনা নিয়ে। শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের  প্রধান পার্থ ঘোষ মেয়েটির পরিবারের অর্থনৈতিক দুরবস্থার কথা স্বীকার করে নিয়ে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *