Breaking News

আমি মরি নাই, দেড় মাস পর বাড়ির ফিরে বললেন অনুব্রত

 

পাপু লোহার, আউসগ্রামঃ আউসগ্রাম ২ নং নম্বর ব্লকের তৃণমূল কর্মী সমর্থকরা কাঠফাটা রোদেপুড়ে অধীর অপেক্ষায় এখন বাড়ির ছেলের বাড়ি ফিরবে তাদের প্রিয় কেষ্ট দা। দীর্ঘ দেড় মাস পর বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার কলকাতা থেকে বীরভূমের বাড়ির পথে। তার শারীরিক অসুস্থতার জন্য তাকে কলকাতায় থাকতে হয়েছে এর মাঝেই তাকে বারবার যেতে সিবিআই-এর দপ্তরে। বৃহস্পতিবারও তাকে কলকাতা নিজাম প্যালেসে দীর্ঘ চার ঘন্টা সিবিআই দপ্তর এ থাকতে হয় এরপর তিনি শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম-এ যান তারপর কলকাতার বাড়ি। এদিনই ঠিক হয় শুক্রবার তিনি গ্রামের বাড়ি ফিরবেন। সেই খবর রাজনৈতিক মহলের জানাজানি হতেই বিভিন্ন জায়গায় দলীয় সমর্থকরা রোডের উপর তাকে একপলক দেখার জন্য ভিড় জমান। এদিন আউসগ্রাম ২ নম্বর ব্লকের বর্ধমান বোলপুর রোডের উপর ভেদিয়া মোড়ের কাছে আউসগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মীরা জড়ো হন। পুরুষ থেকে মহিলা ছাত্র-যুব থেকে বৃদ্ধ সকলেই অনুব্রত মণ্ডল-কে ফুল দিয়ে অভিবাদন জানান। এদিনের এই ছোট্ট অভিবাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউসগ্রাম ২ নম্বর ব্লকের কার্যকরী সভাপতি শেখ আব্দুল লালন, ব্লকের সভাপতি অরূপ  মিদ্দা  শেখ নাসিরুল, অমরপুর অঞ্চলের সভাপতি গোলাম মোল্লা, কোটা অঞ্চলের সভাপতি আপেল মিদ্দা, রামনগর অঞ্চলের শেখ আসগড়।

বোলপুরে বাড়ি ফিরেই এদিন তাঁর বাড়ির সামনে ছোট একটি মঞ্চও করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, মানুষের পাশে থাকুন। উন্নয়নের পাশে থাকুন। কোনও অন্যায় করবেন না। আপনাদের আশীর্বাদে আমি আজ সুস্থ। আমাকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে। আমি আছি, আমি মরি নাই। তারপর তিনি বাড়িতে ঢুকে যান। তাঁর বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের নেতা-বিধায়করা। সূত্রের খবর, তাদের সঙ্গে জেলার রাজনীতি নিয়ে আলোচনা করবেন ‘কেষ্টদা’।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *