মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ এবার সরাসরি হুমকি আশা কর্মীদের। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সমীক্ষা করতে গেলে হুমকির মুখে পড়তে হচ্ছে আশা কর্মীদের এমনই দাবি এক আশা কর্মীর। তাই ইলামবাজার ইউনিটের আশা কর্মীরা একত্রিত হয়ে ইলামবাজার ব্লক বিডিও এবং ইলামবাজার হাসপাতালের বিএমওএইচ-এর নিকট ডেপুটেশন দেন।
আশা কর্মীদের অভিযোগ গ্রামে গ্রামে আবাস যোজনার সমীক্ষা করতে গেলে দেখা যাচ্ছে একই ব্যক্তির নামে তিনখানা ঘর সেই ব্যক্তির ঘর পুনরায় এসেছে। তাই সেই ব্যক্তির পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে যাতে এবারের ঘরটা পেতে যেন সে বাদ না পড়ে। এমনকি হুমকি দিয়ে ভুল লেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ আশা কর্মীদের। তাই তারা দায়িত্ব নিয়ে গ্রামে গ্রামে আবাস যোজনা সমীক্ষা করতে অক্ষম। স্বাস্থ্য বিষয়ক যেকোনো কাজ করতে তারা রাজি রয়েছে বলে বিডিওকে জানিয়েছেন।
ইলামবাজার ব্লকের বিডিও শেখ জসীমউদ্দীন স্মারকলিপি গ্রহণ করে উদ্বোধন ও কর্তৃপক্ষকে তিনি বিষয়টি জানাবেন বলে আশা কর্মীদের বলেছেন। তবে আশা কর্মীদের একটাই দাবি কোনো কারনে তারা এই হুমকির শিকার হয়ে আবাস যোজনা ঘরের সমীক্ষা করবেন না।
Social