টুডে নিউজ সার্ভিস, কালনাঃ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে নান্দাই-এর দুপসা এলাকায় এক প্রতিবন্ধী যুবকের ঘরের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের ১০০ দিনের কাজের সুপারভাইজারের এবং তার সঙ্গীর বিরুদ্ধে। বৃহস্পতিবার কালনা-১ ব্লক বিডিও-র দ্বারস্থ হয় ওই প্রতিবন্ধী যুবক মহসীন মণ্ডল। তাঁর দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয় যুবক নইম মণ্ডল এবং ছট্টু মণ্ডল তাঁরা সমস্ত ডকুমেন্টস তার কাছ থেকে নেয়, দু’মাস বাদেও ঘরের টাকা ঢুকছে না দেখে সে জানতে চাইলে তাঁরা বলে উপর থেকে তোর টাকা ছাড়েনি। পরে মহসিন বাবু খোঁজ নিয়ে দেখতে পান তাঁর নামে ঘরের টাকা এসেছে, কিন্তু তিনি সে টাকা পাননি অন্য অ্যাকাউন্টে সেই টাকা চলে গেছে। এর পরই এদিন বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগ নিয়ে কালনা ১ নম্বর ব্লকের বিডিও-র দ্বারস্থ হয় ওই যুবক।
এদিন বিডিও সেবান্তি বিশ্বাস বলেন, শুধু উনি নয় গত দুদিনে আমি বেশ কয়েকটি এইরকম অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিন।