দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম না থাকায় আকুই দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধানকে ঘেরাও করে ও দফায় দফায় বিক্ষোভ এলাকার সাধারণ মানুষদের। এদিন আকুই দু’নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ইন্দাস সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের অফিসার এবং পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সমস্ত সদস্যদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা অনুমোদনের জন্য গ্রাম সভার আয়োজন করা হয়। এলাকার সকল সাধারণ মানুষদের সামনে এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ করা হয়, আর তালিকা প্রকাশের পরই এলাকার সাধারণ মানুষেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম এলেও সার্ভের পর তাদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে, এছাড়াও এলাকার বেশ কিছু এমন মানুষের নাম তালিকায় আছে যাদের পাকা বাড়ি ইতিমধ্যেই রয়েছে গ্রামের এমনও অনেক মানুষ রয়েছে যারা বাড়ি পাবার যোগ্য তারা বঞ্চিত হয়েছে। এই সমস্ত অভিযোগ তুলেই পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার সাধারণ মানুষেরা।
এ বিষয়ে আকুই দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, ইন্দাস ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের পক্ষ থেকে পুনরায় সার্ভে করা হয়েছে সেই সার্ভেতে যাদের নাম উঠে এসেছে সেই তালিকায় আজ প্রকাশ করা হয়েছে। এখানে পঞ্চায়েতের বা পঞ্চায়েত প্রধানের কোনো ভূমিকা নেই, তবে তিনি সমস্ত ব্যাপারটি খতিয়ে দেখছেন প্রয়োজনে পুনরায় সার্ভে করার আবেদন তিনি জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
Social