দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শান্তাশ্রম বাজারের ওষুধের দোকান গুলিতে আচমকায় হানা দেয় ড্রাগ কট্রোল দফতরের আধিকারিকেরা। ঠিক কি কারনে এই হানা সেই বিষয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা জানান, ঔষধের গুনগত মান এবং ড্রাগ লাইসেন্স ঠিক আছে কিনা তা খতিয়ে দেখার জন্যই আসা। কিন্তু, এদিন দেখা গেল ঐ এলাকার কয়েকটা ঔষধ দোকান ছাড়া সব দোকানই বন্ধ, তাহলে ড্রাগ কট্রোলের এই অভিযান সম্পর্কে আগে থেকে অবগত ছিল তাঁরা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদি সব কিছু বৈধ নথিপত্র থাকে তাহলে কেন এই এড়িয়ে যাওয়া!
ওষুধ মানুষের জীবনদায়ী একটা উপাদান সেই উপাদানের গুনগত মান ঠিক রাখার জন্য জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালায় পশ্চিমবঙ্গ সরকারের ড্রাগ কট্রোল দফতর কিন্তু, এক্ষেত্রে অভিযানের ঝামেলা এড়াতে কেন বন্ধ রাখা হলো দোকানগুলো? এদিন যে দোকান খোলাছিল তাদের সব কিছু বৈধতা ছিল বলেই জানান আধিকারিকের।
ড্রাগ কন্ট্রোল দফতরের এক আধিকারিক জানান, আজকে যে সমস্ত দোকান গুলি বন্ধ পেলাম নিয়ম অনুযায়ী তাদেরকে নোটিশ দিয়ে অফিসে ডাকা হবে আর তাঁরা অভিযানের বিষয়টি আগে থেকে খবর পেয়ে দোকানবন্ধ রাখছে কিনা সেটাও তদন্ত সাপেক্ষ। তাদের এই অভিযান লাগাতার চলবে বলেও জানান ঐ আধিকারিক।
Social