টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানে ব্যাঙ্ক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সকালে ব্যাঙ্ক চালু হতেই ব্যাঙ্কে ঢুকে পড়ে ৬-৭ জন দুষ্কৃতী। তাদের প্রত্যকেরই হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পিঠে ছিল স্কুল ব্যাগ। ঘটনাটি ঘটে শহরের প্রাণ কেন্দ্র কার্জনগেটের পাশে দত্ত সেন্টারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। দুস্কৃতিদের মুখ ঢাকা ছিল কাপড় দিয়ে। ব্যাঙ্কে তখন সবেমাত্র ব্যাঙ্কের শাখায় লেনদেন শুরু হয়েছে। হাতেগোনা ১০ – ১৫ জন গ্রাহক। দুস্কৃতিরা ব্যাঙ্কে ঢুকে গ্রাহকদের মোবাইল ফোন প্রথমে কেড়ে নেয়। তারপর ব্যাঙ্ক কর্মীদের মারধর করে লুটপাট চালায়। খুব অল্প সময়ের মধ্যেই ডাকাতদলটি লুটপাট করে চম্পট দেয়। লুট করে পালানোর সময় ব্যাঙ্কের গেটে তালা দিয়ে যায় দুস্কৃতীরা। খবর পেয়েই ব্যাঙ্কে ছুটে যায় বর্ধমান থানার পুলিশ। পৌঁছায় জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিস সুপার জানান, ঘটনার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে শহর থেকে বেরোনোর সব রাস্তা, বাস স্ট্যান্ড, রেল স্টেশনে বাড়তি নজরদারি ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জেলার সব থানা এলাকায় নাকা তল্লাশি শুরু করা হয়েছে।
দিনে দুপুরে জনবহুল এলাকায় এভাবে ডাকাতির ঘটনায় রিতিমত নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন ব্যবসাদার থেকে স্থানীয়রা।
Social