দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ আগুনে ভস্মীভূত ডিমের দোকান। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বড় গোবিন্দপুর বাজারে। ঐ দোকানের ছাউনি ছিল অ্যাডবেস্টারের। আগুনের শিখায় পুরে ছাই অ্যাডবেস্টার। আগুনে ভস্মীভূত হয়ে গেছে দোকানের সব কিছু। দোকানের মালিক বলেন, কি করে আগুন লাগলো তা আমি জানি না। দোকানে অনেক ডিম ছিল সব পুরে ছাই হয়ে গেছে। এই দোকান আমার একমাত্র সম্বল।
এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। কি কারণে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ।
Social