টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান জেলা রাইসমিল এসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে রাইসমিল মেসিনারী আন্তর্জাতিক প্রদশনী।চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ২৫ নভেম্বর শুক্রবার বর্ধমান আলমগজ্ঞ কল্পতরু মাঠে এই প্রদশনীর উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
এছাড়া উপস্থিত থাকবেন মেলার সমাপ্তি দিনে উপস্থিত থাকবেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। রাইসমিল এসোসিয়েশনের সভা কক্ষে এক সাংবাদিক সম্মেলনে পূর্ব বর্ধমান জেলা রাইস মিল এ্যাসোসিয়েশনের কার্য্যকরী সভাপতি আব্দুল মালেক বলেন কেন্দ্র সরকারের ২০ শতাংশ ডিউটি বৃদ্ধির জেরে পূর্ব বর্ধমান থেকে বিদেশে গোবিন্দভোগ চালের রপ্তানি কার্যত বন্ধের মুখে। আবদুল মালেক বলেন এই মেলায় ভারত সহ বিদেশী বিভিন্ন মেশিন উত্পাদনকারী মোট ১৭০টি সংস্থা এই মেলায় উপস্থিত থাকবেন। এছাড়াও আমেরিকা, টার্কি, চিন, স্পেন, জাপন এবং ইংল্যাণ্ডের বেশ কয়েকটি কোম্পানীও এই মেলায় অংশগ্রহণ করবেন। গড়ে প্রতিদিন প্রায় ৫ – ৬ হাজার মানুষের সমাগম হবে এই মেলায় বলে তাঁরা আশাবাদী।গত বছরের তুলনায় এবছর আরো বেশি ব্যবসা হবে বলে তিনি জানিয়েছেন।